মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নাছির মোল্যা (৪৫) নামের এক দ্বিতীয় শ্রেণির জাহাজ মাস্টারের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে আলফাডাঙ্গা ও বোয়ালমারী সীমান্তবর্তী এলাকায় বড়গা নতুন বাজারে এ ঘটনা ঘটে।
মৃত নাছির মোল্যা বারাংকুলা গ্রামের আমির চৌকিদারের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বড় মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়গা নতুন বাজারে নিজের পাকা নতুন দোকান নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার জন্য ঘর সংলগ্ন বারাশিয়া নদীতে বৈদ্যুতিক মোটর স্থাপন করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আঘাত খেয়ে নদীর কিনারায় পড়ে যান।
নাছিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারের সদস্যদের খবর দেয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন নাছিরকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অবগত নন আলফাডাঙ্গা পল্লি বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অশীস কুমার রায়। তিনি জানান, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। দুই থানার পুলিশ একযোগে কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫