রনি আহমেদ রাজুঃ
মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে বাকি ইমামের বিরুদ্ধে মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। ওই বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি রাতে গোপনে নিজ বাড়িতে ফিরলে পুলিশের কাছে খবর আসে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর ভিত্তিতেই বাকি ইমামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫