ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ায় জুলাই আন্দোলন নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করার অভিযোগে রাকিবুল ইসলাম রবিন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
-
শনিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
-
আটক রবিন সদর উপজেলার বটতৈল এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বটতৈল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা।
-
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, কয়েকদিন আগে রবিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জুলাই আন্দোলন নিয়ে কটুক্তি করে পোস্ট দেন। এ বিষয়ে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে রবিনকে আটক করা হয়েছে। রবিন ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটুক্তির বিষয়টি স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫