বাদশাহ মিয়াঃ
২০২৪ সালের ফুটবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১৮৯ নং ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা।
-
এই অনন্য অর্জনের স্বীকৃতি ও তাদের উৎসাহিত জোগাতে “সোনালী অতীত প্রজন্ম '৯০” সংগঠনের পক্ষ
থেকে বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের সম্মাননা স্মারক, মূল্যবান শিক্ষামূলক বই সহ আর্থিক অনুদান প্রদান করা হয়।
-
৪ জুলাই (শুক্রবার) ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সদস্যবৃন্দ উপস্থিত থেকে স্কুলের ছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যবৃন্দ জানান, তারা ভবিষ্যতেও এরকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
-
“সোনালী অতীত প্রজন্ম '৯০” কেবল একটি সামাজিক সংগঠন নয়; এটি একটি মানবিক প্ল্যাটফর্ম যা সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
-
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মেয়েদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, গোটা এলাকার জন্য গর্বের বিষয়। এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫