সাজেদুর রহমানঃ
শার্শা উপজেলার গোগা মাঠ পাড়ায় সুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন জানায়। কিন্তু প্রতিবেশীদের ধারনা সুমানাকে হত্যা করে আত্মহত্যার কথা বলছে তার পরিবার।
-
সুমানার যশোর শংকরপুর এলাকার সাগর আহমেদের মেয়ে ৫ বছর আগে গোগা বিল পাড়া গ্রামের দীন মহাম্মদের ছেলে আব্দুল্লাহর সাথে তার বিয়ে হয়। তাদের জান্নাতি নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমান তারা গোগা মাঠ পাড়ায় পোল্ট্রিফার্ম মোড়ে বসবাস করছে।
-
শুক্রবার সকালে সুমানা আক্তারের মৃত্যুর ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য সুমানার স্বামী আব্দুল্লাহকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
-
শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান সুমানার গলায় রশির দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য সুমানার স্বামী আব্দুল্লাহকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫