হাসিবুল ইসলাম সাদঃ
নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে ইয়াসিন (১২) নামে এক শিশুশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে পদ্মা গ্যালারির পাশে সুপার ফার্নিচার নামক কারখানার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
-
ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। কারখানাটিতে হেলপার হিসেবে কর্মরত ছিল সে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।
-
সকালে কারখানার অন্যান্য কর্মীরা কাজে গেলেও ইয়াসিন কাজে যায়নি। পরে সহকর্মীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
-
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫