আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১০:৫৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ২, ২০২৫, ৭:৪৭ পি.এম
বড়াইগ্রামে ব্যাক্তি মালিকানা জমিতে রাস্তানির্মাণের চেষ্টা ও হামলা

আমিরুল ইসলামঃ
নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামে ব্যাক্তি মালিকানাধীন জমিতে জোরপ‚র্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় ৯০ বছর বয়সী বৃদ্ধসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এবং সরকারী হাসপাতালে
চিকিৎসা নিতে বাধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
-
বুধবার উপজেলার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলায় গুরুতর আহত মুরাদ আলীর ছেলে মো. আব্দুল হাই।
-
লিখিত বক্তব্য আব্দুল হাই বলেন, গত ৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকেন। এ সময় আমার বাবা, ভাই ও ভাবী বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই-ভাবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
-
কিন্তু এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক নুহু দলীয় প্রভাব খাটিয়ে আমার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে দেন। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে আমরা অজ্ঞাত স্থানে রেখে আমার বাবাকে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছি। এদিকে, ঘটনার দিনই নুহুসহ হামলাকারীদের নামে থানায় মামলা করেছি, কিন্তু এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। উল্টো আমাদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। এতে আমরা পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।
-
এ ব্যাপারে এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মাহমুদুন নুহু প্রভাব খাটিয়ে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ অস্বীকার করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, এ
ঘটনায় উভয় পক্ষেই দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha