রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে প্রেমিক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে। নিহত প্রেমিকের নাম সানাউল্লাহ বাদশা (৪০)। সে জাঙ্গীর এলাকার মোকারম মিয়ার ছেলে। গতকাল ১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৭টারদিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
-
এ বিষয়ে নারয়ণগঞ্জ 'গ' সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্লাহ বাদশার। এনিয়ে এলাকায় কয়েকদফা সালিশী বৈঠক হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭ টারদিকে মুকুলের বাড়ীতে যায় বাদশা। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে বাদশার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
-
পরে বাদশার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই রাসেল মিয়া বাদী তিন জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
-
এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫