আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৩:৪০ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৭, ২০২১, ১:৩১ পি.এম
নড়াইলে করোনা প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন
নড়াইলে করোনা প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার নড়াইল পৌরসভার উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলায় টিকাদান কর্মসূচি ক্যাম্পেইনে ১৬ হাজার মানুষকে টিকা দেওয়া হবে বলে জানাগেছে।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন প্রমূখ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিনোফার্মের টিকা আছে ১৬ হাজার। শনিবার সকাল থেকে ১৬ হাজার মানুষকে টিকা দেওয়া শুরু হয়েছে। জেলায় ৩৯ টি ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়নে প্রায় সাড়ে তিন’শ মানুষকে টিকা দেওয়া হবে। এ ছাড়া নড়াইল ও কালিয়া পৌরসভায় ১৮টি ওয়ার্ডের প্রতিটিতে ২০০ জনকে টিকা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha