মোঃ আমজাদ আলীঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সুশৃঙ্খল ও ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি প্রাথমিকভাবে উদ্বোধন করা হয় উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয় ও নবগ্রাম ফাজিল সিদ্দিকিয়া মাদ্রাসায়।
আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম।
প্রধান অতিথি চেয়ারম্যান নবিউল ইসলাম বলেন, বর্তমানে নিজেদের প্রয়োজনের তাগিদে গাছ লাগানোর চেয়ে গাছ কাটার দিকে মানুষের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। গাছপালা ছাড়া মানুষের অস্তিত্ব মরুভূমির মতো হয়ে যাবে। মানুষ যদি পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় তাহলে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো উপায় নেই। বৃক্ষ পরিবেশকে শীতল রাখে। আমি আজ দুটি কাঁঠাল ও একটি লেবু গাছ রোপণ করেছি। আমার ভালো লাগছে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমিও কিছু অবদান রাখতে পেরেছি। আমাদের মনে রাখতে হবে, বৃক্ষরক্ষা মানে নিজেদের জীবনকেও রক্ষা। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করি এবং এর গুরুত্ব সকলের মাঝে তুলে ধরি।
আরও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওবায়দুল হাসান এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, যারা সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নবগ্রাম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দও এই পরিবেশবান্ধব উদ্যোগে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোফাজ্জল হোসেন।
কর্মসূচিটি পরিচালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এবং সংগঠনের নিবেদিত সদস্যবৃন্দ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫