আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশকাল : জুলাই ১, ২০২৫, ১০:৩৭ পি.এম
যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে প্রকৌশলীসহ নিহত ৩
মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় ইকবাল মঞ্জিল নামে আটতলা একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার (১ জুলাই) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর জেলার বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০), ও চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫), যিনি সাব কন্ট্রাক্টরের কাজ করতেন।
-
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্মানাধীন ভবনের ৬তলার ব্যালকনিতে তিনজন দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই প্রকৌশলী। পরে স্থানীয়রা গুরুতর আহত সাব কন্ট্রাক্টর নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
-
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিন।
-
বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান জানান, এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ ২০১০ সালে শুরু হয়েছিল। নিহতের মধ্যে দুইজন প্রকৌশলী ও একজন সাব কন্টাক্টর রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।
-
স্থানীয়দের দাবী, ভবনের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্টু তদন্তের দাবী জানিয়েছেন তারা।
-
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নির্মানাধীন একটি ভবনের কার্নিশ ভেঙে তিনজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কোনো গাফিলতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha