আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ১, ২০২৫, ৯:৫৩ পি.এম
শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের ৫২ লাখ টাকাসহ দুই কর্মকর্তা গোয়েন্দার জালে আটক

আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের দুইজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-তুহিন (কার্য সহকারী, প্রজেক্ট) এবং আশিক (পিয়ন, আউটসোর্সিং)।
-
শিবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পিআইও অফিসে ১৯১টি বিল জমা দেওয়া হয়। এর মধ্যে বাজেট সংকটের কারণে হিসাবরক্ষণ অফিস ২৬ জুন ২০২৫ তারিখে ৮১টি বিল বাউন্স করে। এই ৮১টি বিলের মাধ্যমে জালিয়াতি করে মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যায় তারা।
-
এনএসআই-এর গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে জালিয়াতির প্রমাণ মেলে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্ত আশিকের স্বীকারোক্তির ভিত্তিতে বিষয়টি নরসিংদী জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়।
-
পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে গত রাত সাড়ে বারোটা দিকে শিবপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা কাবিখা ও টিআর প্রকল্পের আত্মসাৎকৃত অর্থের মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দিয়েছে বলে জানা পুলিশ।
-
বর্তমানে অভিযুক্তরা শিবপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আমাকে জানান। পরবর্তীতে এই বিষয়ে একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদকে) পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক মামলা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha