রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মো. আলম ইসলাম (২৪), বালিতিতা গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. রুবেল আলী (২৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে মো. রাসেল (২৪)।
-
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ মমিনুজ্জামান।
-
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম। এ সময় বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন রাসেল, আলম ও রুবেলের নিকট থেকে নিষিদ্ধ ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
-
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মোঃ মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালপুর (নাটোর) প্রতিনিধি
মোবাইল: ০১৭১০৪১৪৪
তারিখ: ০১/০৭/২৫
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫