লিয়াকত হোসেন লিংকনঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রাহুথড় ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অধীর মন্ডল।
-
ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ২০২৪-২৫ অর্থ বছরে শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। তিনি রাহুথড় ছাড়াও রাজপাট ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
-
গত রোববার (২৯ জুন) সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে অধীর মন্ডলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউএনও ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার মুনমুন পাল।
-
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নিবাচিত হয়ে অধীর মন্ডল বলেন, ‘শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হওয়াটা সত্যিই গর্বের। এটি শুধু আমার একার কৃতিত্ব নয়, আমার সহকর্মী, অধীনস্ত কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের কৃতিত্ব। আমি বিশ্বাস করি। প্রশাসনিক দায়িত্ব শুধু নিয়ম পালন নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা। সবসময় যেন জনকল্যাণে কাজ করতে পারি। সে জন্য সকলের সহযোগিতা চাই।’
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫