আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের দেবীগঞ্জে দিনাজপুর ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের চম্পাতলী বাজার সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ী যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পার্শ্বে উল্টে যায়।
-
৩০ জুন সোমবার সৈয়দপুর সেনানিবাস হতে (৯৮৫৫)মেজর মুহতাশিম আহমেদ ৭বীর এর নেতৃত্বে সেনা নং ৪৫০৩৬৮০ ল্যান্স কর্পোঃ মোঃ আবুল হোসেন,দ্বিতীয় আসনধারী সার্জেন্ট মোঃ জহীর হোসেন,৭বীর সৈয়দপুর সেনানিবাস কর্তৃক সামরিক পিকআপ (গাড়ী নং০৬০৪৩৮) নিয়ে ঠাকুরগাঁও আর্মী ক্যাম্প এ যাওয়ার পথে দুপুর সাড়ে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।
-
এফ এস কর্পোঃ খায়রুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন (৯৮৫৫) মেজর মুহতাশিম আহমেদ ৭বীর স্যারের নেতৃত্বে সৈয়দপুর সেনানিবাস কর্তৃক সামরিক পিকআপ গাড়ী নং০৬০৪৩৮ নিয়ে ঠাকুরগাঁও আর্মী ক্যাম্প এ যাওয়ার পথে দিনাজপুর দেবীগঞ্জের চম্পাতলী বাজার সংলগ্ন পিকআপ টি হার্ড ব্রেক করলে সড়কের পার্শ্বে উল্টে যায় এতে গাড়ীটির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং পিকআপের ক্যানোপির রড বাঁকা হয়ে যায় দুর্ঘটনায় কোন সেনাসদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫