মানিক কুমার দাসঃ
ফরিদপুর সরকারি তিতুমীর বাজার নিউমার্কেটের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও যানজট মুক্তের দাবিতে উক্ত বাজারের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং ফরিদপুর পৌরসভা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
-
স্মারকলিপি প্রদান শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিউ মার্কেটে ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাদশাহ, মোশাররফ হোসেন হুমায়ুন, রেজাউল করিম এ সময় অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
-
বক্তারা বলেন বলেন ফরিদপুর সরকারি তিতুমীর বাজার এ জেলার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। এ বাজারে নিয়মিত হাজার, হাজার ক্রেতা-সাধারণ যাতায়াত করে থাকে।
-
বর্তমানে পরিলক্ষিত যে, বেইলী ব্রীজ হইতে জনতা ব্যাংকের মোড় হয়ে মার্কেটের ২নং গেট ফলপট্টি থানা রোড সহ অবৈধভাবে ফুটপাতে দোকানের কারনে যানযটের সৃষ্টি করছে এবং মার্কেটের ব্যবসায়ীদের বিক্রয়ের পণ্য মার্কেটের ভিতরে প্রবেশ করাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
-
ফুটপাত দখল হওয়ার কারনে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মহিলাদের যাতায়াত ও প্রবেশকালে টাকার পার্টস চুরি ছিনতাই ও ইভটিজিং-এর শিকার হচ্ছে। এরূপ ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। প্রতিনিয়ত ও দিন দিন অবৈধ ফুটপাত দোকান বেড়েই চলছে। জনসাধারণ ও ক্রেতাসাধারণের চলাচলের রাস্তা সম্পূর্ণভাবে আটকে রেখেছে।
-
যার ফলে জনসাধারণ ও ক্রেতা সাধরণ চরম ভোগান্তির মধ্যে পরেছে এবং আমরা মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতিগ্রন্থ হচ্ছি। অবৈধ ফুটপাত দোকান উচ্ছেদ করে জনসাধারণ, ক্রেতা সাধরণের চলাচলের সুব্যবস্থা ও ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হতে মুক্তির জন্য অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
-
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এ সমস্যার সমাধান না হলে আগামীতে ব্যাপক কর্মসূচির ঘোষণা দেন। এ সময় এই কর্মসূচির সমর্থনে নিউমার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫