এখন থেকে এসব ঘরের মালিক আপনারা। এই স্বপ্ননগরে বেড়ে উঠবে আপনাদের আগামী প্রজন্ম। এখানে গড়ে তোলা হয়েছে ইকোপার্ক, খেলার মাঠ, বিদ্যালয়, সমজিদ ও মন্দির।ভূমিহীনদের ঘর দিয়ে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এখন থেকে আপানাই এই ঘরে স্থায়ীভাবে বসবাস করবেন।
শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে গড়ে উঠা স্বপ্ননগর আবাসনে প্রকল্পে উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।
সম্মানিত অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, পৌর মেয়র সাইফুর রহমান।
এসময় বক্তব্যে প্রদান করেন, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,লায়লা পারভিন, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান ও ওসি মো.ওয়াহিদুজ্জামান প্রমুখ।
স্বপ্ননগর আবাসনের ২৮০টি ঘর শুভ উদ্বোধন শেষে উপকারভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়াও বিকেলে সংসদ সদস্য ও জেলা প্রশাসক সম্মিলিত ভাবে উপজেলা চত্ত্বরে ‘মুজিব শতবর্ষ পার্ক’ উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha