মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন থেকে মাদক, ডাকাতি ও থানা ভাংচুরের সাথে জড়িত থাকার অভিযোগে ১৩জন আটক করেছে।
-
আটককৃতদের মধ্যে ৫জন পুলিশের সন্দেহ রয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রত্যেকের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আজ দুপুরে থানা থেকে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করে পুলিশ।
-
আটককৃতরা হলেন, মোঃ রাজিব সর্দার(৩৩), আসাদুজ্জামান সর্দার(৩৪),সজিব তালুকদার(২৪), ওবায়দুর রহমান(৩৮), সবুজ ফকির(৩৪), সাহেব আলী(২৮), কলম প্রামানিক(৪৮), ফারুক বিশ্বাস(৪১), শিবলী বিশ্বাস(৩৬)। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও থানা ভাংচুর মামলা দায়ের করেছে সদরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মোঃ মোতাহার হোসেন।
-
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করা হয়েছে। সন্দেহকারীদের জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫