ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জেলার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।
-
সে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং পৌর এলাকার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদ্রাসার ৩ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
-
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
-
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আমির হামজা গোসল করার জন্য গেলে বাড়ির পানির ট্যাংকের পানি শেষ হয়ে গেলে সবার অজান্তে নিজেই পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
-
নিহত শিশু আমির হামজার বড় ভাই অনিক জানান, শিশু আমির হামজা কাউকে কিছু না বলে সবার অজান্তে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ সালাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
-
কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-
অন্যদিকে সকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে আতিয়ার ব্যাপারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময়ে নিজ বাড়িতে ভাত রান্নার সময়ে রাইচকুকার বিস্ফোরণ ঘটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫