আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী আবু সুফিয়ান কে হুইলচেয়ার উপহার দিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
-
২৯ জুন রবিবার ফুলবাড়ী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাদাম বিক্রি করে জীবন পরিচালনা করা আলোচিত প্রতিবন্ধী আবু সুফিয়ানকে একটি হুইলচেয়ার উপহার দেয়া হয়।
-
উপহার তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন আবু সুফিয়ান একজন প্রতিবন্ধী হয়েও কখনো কারো কাছে ৫ .১০ টাকা সাহায্য না চেয়ে বাড়ীতে বাদাম ভেঁজে ১০ টাকার পেকেট করে হাট বাজার দোকান পাটে গিয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বাদাম বিক্রির মাধ্যমে তাঁর সহযোগিতা চাওয়া আমার খুবই ভালো লেগেছে ১০ টাকা দামের বাদামের প্যাকেট টি নিয়ে আমাকে সাহযোগিতা করুন সে পরিশ্রম করে খাচ্ছেন তাঁর এ পরিশ্রম কে আমরা সম্মান করি
-
তাঁর চলাফেরা করার একটু সমস্যা হয় একটি হুইলচেয়ার থাকলে চলাফেরা করা সুবিধা হতো বিষয়টি আমাদের সমাজসেবা অধিদপ্তরের নজরে এলে প্রতিবন্ধী আবু সুফিয়ান কে একটি হুইলচেয়ার দেয়া হয়।
-
হুইলচেয়ার টি পেয়ে আবু সুফিয়ান খুবই খুশি হয়েছেন সমাজসেবা অধিদপ্তর সহ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী কে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫