সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে বিএনপির নির্বাচনী অফিসে নাশকতা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
–
গ্রেফতারকৃতরা হলেন বিজয়নগর গ্রামের সাখাওয়াত হোসেনের দুই ছেলে মো. বিদ্যুত (৩০) এবং মো. সাপর (৩৫)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।
–
পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী থানার কুমরপুর গ্রামের গোরস্থান সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসে নাশকতা ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা বিএনপির নির্বাচনকালীন কার্যক্রমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে কুমরপুর, গোগ্রাম ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
–
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, রাজনৈতিক সহিংসতা ও নাশকতার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
–
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আসামিদের সোমবার আদালতে প্রেরণ করা।
প্রিন্ট