আজকের তারিখ : জুলাই ৩০, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশকাল : জুন ২৭, ২০২৫, ৭:৪৭ পি.এম
গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হিরোইন ও Vivo Y51 মোবাইলসহ মোঃ নাজিমুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ।
-
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব দোয়ারী এলাকায় তার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক নাজিমুল দিয়াড়মানিকচক এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে ।
-
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতের আঁধারে অভিযান চালিয়ে নাজিমুলের শয়নকক্ষের খাটের তোশকের নিচে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
-
এ সময় নাজিমুলকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে হেরোইন মজুত ও বিক্রির কথা স্বীকার করেছে।
-
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে নাজিমুল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha