আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৬, ২০২১, ১০:৫০ পি.এম
মহম্মদপুরে করোনা আক্রান্ত এমপি শিখরের জন্য দোয়া মহফিল অনুষ্ঠিত

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব আ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা জামান করোনা আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা কামনায় মহম্মদপুর হটলাইন টিমের আয়োজনে আজ শুক্রবার (০৬ আগস্ট) বাদ আছর উপজেলার ৫টি এতিমখানায় একযোগে দোয়া মহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুলাই তিনি স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাগুরা-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আছাদুজ্জামানের ছেলে। তার সহযোগিতায় করোনা কালে অসহায় মানুষের সেবায় মহম্মদপুরে হটলাইন টিম গঠিত হয়।
আজ শুক্রবার বাদ আছর উপজেলা সদর, চরজাঙ্গালিয়া, রায়পাশা, জাঙ্গালিয়া বিশ্বাসপাড়া ও বড়রিয়া এতিমখানায় এমপি শিখর ও তার সহধর্মীনীর সুস্থতা কামনায় এই হটলাইন টিম দোয়া মহফিল ও ৩ শতাধিক এতিমদের মধ্যে তোবারক বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha