আবুল হোসেনঃ
রাজবাডীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া (৩০) নামে এক যৌনকর্মীর নিজ কক্ষের ওয়ারড্রব থেকে তার মরদেহে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত তানিয়া রবিশাল জেলার বন্দর থানার রায়পুর গ্রামের দুলালের মেয়ে।
-
২৪ জুন বুধবার বিকেল ৫ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
-
যৌনপল্লীর কয়েকজন যৌনকর্মী জানান, তানিয়াকে আমরা সকালে একবার দেখেছি। তাকে আমরা সারাদিন দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। ভাড়া বাড়ীর মালিক সোরোয়ার মন্ডলকে খবর দিলে সে এসে তার পর তাকে সাথে করে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে তানিয়ার ঘরে থাকা ওয়ারড্রবের তালাটি ভেঙ্গে ফেলে দেখি ওয়ারড্রবের মধ্যে তার মরা দেহটি পড়ে রয়েছে। এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
-
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫