রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার পারফিসিয়েন্ট টেক্সটাইল এন্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণ ও আগুনে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়। আজ ২৪ জুন মঙ্গলবার বিকেলে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
-
এসময় কারখানার শ্রমিক কামাল হোসেন (১৯) ও মূসা মিয়া (২১) আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার মালিক মোহাম্মদ রাসেল জানান, কারখানার শ্রমিকদের গাফলতির কারনে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
-
ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কর্মরত লোকজন ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ টাকার ক্ষতি সাধন হয়েছে।
-
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জনাযায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫