রিপন সরকারঃ
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুন মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানে নেতাকর্মীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট থাকে অনুষ্ঠানস্থল।
–
উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় আনন্দ পল্লী রিসোর্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।
–
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি মিসেস সেলিনা জামান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দীন,
–
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহম্মেদ টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কৃষক দলের সভাপতি ডা.শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ প্রমূখ।
প্রিন্ট