ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু Logo শহীদ সাগরের ১ম মৃত্যুবার্ষিকী আজঃ শোক আর শূণ্যতায় কাতর বাবা-মা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

ইসমাইল হােসেন বাবুঃ

প্রায় সাড়ে ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

গতরোববার বিকাল সাড়ে ৪টায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে আদালতে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কৌসুলি আল মুজাহিদ হোসেন।

বিগত সরকারের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জ্যেষ্ঠতা ডিঙিয়ে অধ্যক্ষের পদ দখলে রেখে টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় সুমনের বিরুদ্ধে মামলাটি করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালনক বুলবুল আহমেদ।

ছাদিকুজ্জামান সুমন দৌলতপুর উপজেলার মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা মাফিকুজ্জামান ওরফে মাফিক খানের ছেলে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও অধ্যক্ষ।

মামলার বরাতে আল মুজাহিদ হোসেন বলেন, বিগত আওয়ামী সরকারের সময় দৌলতপুর ডিগ্রি কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সুমন। পরে দলীয় প্রভাব খাটিয়ে সিনিয়র শিক্ষকদের ডিঙিয়ে তিনি প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরে অধ্যক্ষের পদে বসেন।

এরপর ক্ষমতার অপব্যবহারসহ অনিয়ম দুর্নীতি করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিয়ে বিপুল সম্পদের মালিক হন তিনি।

পরে ২০২০ সালে তার বিরুদ্ধে ২০১০-১১ অর্থ বছর থেকে ক্ষমতার অব্যবহার করে প্রতিষ্ঠানের তহবিল থেকে অর্থ আত্মসাতের একটি অভিযোগ করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার ৩০২ নং স্মারক ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি অভিযোগটি আমলে নিয়ে তদন্তের যাত্রা শুরু হয়। এ সময় সাদিকুজ্জামান সুমনের সম্পদ বিবরণির হিসাব চেয়ে চিঠি দেয় দুদক।

জবাবে দুদক কার্যালয়ে সুমনের দাখিল করা সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় সম্পদ বিবরণীতে ৮৩ লক্ষ ৫৯ হাজার ৫০৫ টাকার সম্পদের তথ্য গোপন করে দুদক আইন- ২০০৪ এর ২৬(২) ধারায় এবং ২ কোটি ৫০ লক্ষ ১ হাজার ৭৫ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করে দুদক আইনের ২৭(১) ধারায় অপরাধ সংগঠিত করেছেন।

এই পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে মামলাটি দাখিল করা হয়েছে। পরবর্তীতে আদালত শুনানিসহ বিচারিক প্রক্রিয়া শুরু করবেন বলে জানান আইনজীবী মুজাহিদ।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুমন আত্মগোপনে আছেন। তাই মামলার বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :

ইসমাইল হােসেন বাবুঃ

প্রায় সাড়ে ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

গতরোববার বিকাল সাড়ে ৪টায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে আদালতে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কৌসুলি আল মুজাহিদ হোসেন।

বিগত সরকারের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জ্যেষ্ঠতা ডিঙিয়ে অধ্যক্ষের পদ দখলে রেখে টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় সুমনের বিরুদ্ধে মামলাটি করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালনক বুলবুল আহমেদ।

ছাদিকুজ্জামান সুমন দৌলতপুর উপজেলার মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা মাফিকুজ্জামান ওরফে মাফিক খানের ছেলে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও অধ্যক্ষ।

মামলার বরাতে আল মুজাহিদ হোসেন বলেন, বিগত আওয়ামী সরকারের সময় দৌলতপুর ডিগ্রি কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সুমন। পরে দলীয় প্রভাব খাটিয়ে সিনিয়র শিক্ষকদের ডিঙিয়ে তিনি প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরে অধ্যক্ষের পদে বসেন।

এরপর ক্ষমতার অপব্যবহারসহ অনিয়ম দুর্নীতি করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিয়ে বিপুল সম্পদের মালিক হন তিনি।

পরে ২০২০ সালে তার বিরুদ্ধে ২০১০-১১ অর্থ বছর থেকে ক্ষমতার অব্যবহার করে প্রতিষ্ঠানের তহবিল থেকে অর্থ আত্মসাতের একটি অভিযোগ করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার ৩০২ নং স্মারক ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি অভিযোগটি আমলে নিয়ে তদন্তের যাত্রা শুরু হয়। এ সময় সাদিকুজ্জামান সুমনের সম্পদ বিবরণির হিসাব চেয়ে চিঠি দেয় দুদক।

জবাবে দুদক কার্যালয়ে সুমনের দাখিল করা সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় সম্পদ বিবরণীতে ৮৩ লক্ষ ৫৯ হাজার ৫০৫ টাকার সম্পদের তথ্য গোপন করে দুদক আইন- ২০০৪ এর ২৬(২) ধারায় এবং ২ কোটি ৫০ লক্ষ ১ হাজার ৭৫ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করে দুদক আইনের ২৭(১) ধারায় অপরাধ সংগঠিত করেছেন।

এই পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে মামলাটি দাখিল করা হয়েছে। পরবর্তীতে আদালত শুনানিসহ বিচারিক প্রক্রিয়া শুরু করবেন বলে জানান আইনজীবী মুজাহিদ।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুমন আত্মগোপনে আছেন। তাই মামলার বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


প্রিন্ট