সোহাগ কাজীঃ
আজ মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা ও মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডাসার ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউআরটি সদস্য জনাব সাইফ-উল-আরেফীন।উক্ত সভায় সভাপতি বলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গ্রাম আদালত অনধিক তিনলক্ষ টাকা পযন্ত দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।
-
সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন গ্রাম আদালতের আওতাভুক্ত কোন মামলা আপনারা সালিশ করবেননা কেননা সালিশের কোন স্হায়ী ভিত্তি নেই। আপনারা প্রতি মাসে অন্তত পাঁচ টি করে মামলা নিষ্পত্তি করবেন। তিনি আরোও বলেন এজলাসে বসে গ্রাম আদালতের শুনানির কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের পেশকারগনকে সমস্ত নথি রেজিস্ট্রার হালনাগাদ রাখার জন্য নির্দেশনা দেওয়া গেল।
-
উক্ত সভায় উপস্হিত ছিলেন ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন বলেন এখানে যারা এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সবাইকে গ্রাম আদালত নিয়ে আপনাদের বিভিন্ন সভা সেমিনারে উঠান বৈঠকে আলোচনা করতে হবে কেননা গ্রাম আদালত স্বল্প সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তি করতে পারে।
-
ফৌজদারী মামলার ফি ১০/-টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/ টাকা।উক্ত সভা পরিচালনা করেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। উপজেলা নির্বাহী অফিসার বলেন গ্রাম আদালতে এসে যেন সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয় সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫