ইসমাইল হােসেন বাবুঃ
‘সততা ঐক্য অগ্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়ার চার উপজেলার সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
–
শনিবার (২১ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টির প্যাডে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত কুমারখালী, খোকসা, মিরপুর ও ভেড়ামারা উপজেলার কমিটি প্রকাশ করা হয়েছে। এই চার উপজেলার কমিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় ওঠে।
–
জানা যায়, কুমারখালী উপজেলার সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হয়েছেন মো. হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী অ্যাড. আব্দুল হালিম বাদশা, আসাদুজ্জামান খান আলী ও মাহমুদ শরীফ।
–
এ ছাড়াও সদস্য রাখা হয়েছে, সিফাত উল্লাহ বিশ্বাস লাল্টু, আব্দুর রহিম, আসলাম উদ্দিন, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনু, বিপুল হোসেন, ফাহিম এশারক ও রিপন হোসেনকে।
–
মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী করা হয়েছে বুলবুল আহমেদকে, যুগ্ম সমন্বয়কারী ইকরামুল হক, জহুরুল ইসলাম তিতু বিশ্বাস, শুকমান আলী এবং সদস্য রাখা হয়েছে: রাকিবুল ইসলাম, সামিউল ইসলাম, আলিফ হোসেন, রুহুল আলী, লোকমান হোসেন, রফিকুল ইসলাম, শামসুল আলম, ওসমান গনি, রফিকুল ইসলাম, সাবারুল, রনি আহমেদ, শেরেকুল ইসলাম, সাদাত হোসেন ও ফারুক হোসেনকে।
–
খোকসা উপজেলায় সাজ্জাতা হোসেনকে প্রধান সমন্বয়কারী এবং শাহাবুদ্দিন শেখ, সিমলা খাতুন ও আব্দুল আজিজকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।
–
এ ছাড়াও সিরাজুল ইসলাম, শামিমা আক্তার সীমা, মাহাবুবউল আলম, হযরত আলী, আহসান হাবীব লিংকন, সাইদুর রহমান ও চয়ন শেখকে সদস্য করা হয়েছে।
–
অপরদিকে ভেড়ামারা উপজেলায় প্রধান সমন্বয়কারী হয়েছেন শোভন আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী হয়েছেন অভিরাজ, শরীফ মোল্লা ও আনাজ মণ্ডল।
–
সদস্য হয়েছেন, সজিবুল ইসলাম, সোহাগ আলী, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রিন্টু আলী, সুমন আলী, বাদশা আলী, শাহাবুল ইসলাম, সোহরাব ডাক্তার ও সাকিব আলী।
–
উক্ত সমন্বয় কমিটিকে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত নিম্নোক্ত কমিটি অনুমোদন করা হলো বলেও জানানো হয়েছে।
প্রিন্ট