রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে মোঃ রিমন পাঠান (২৪) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার লালপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। শনিবার (২১ জুন) তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। আটক রিমন পাঠান নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ডিলারের মোড় এলাকার মো: বাবুল পাঠানের ছেলে।
-
থানা সূত্রে জানা যায়, মাদক পরিবহনের গোপন তথ্য পেয়ে শুক্রবার বিকালে লালপুর স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর তত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যা ৬ টার দিকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে গ্রেপ্তার রিমনের কাছ থেকে ১১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রিমনের সঙ্গে থাকা একই গ্রামের মো: আনিসুরের ছেলে সহযোগী মোঃ জয় (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যায়।
-
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে রিমনকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫