মোঃ হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুর সদরপুর উপজেলায় আকোটের চর ইউনিয়ন মনিকোঠা বাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
-
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকোটেরচর ইউনিয়নের কদম শিকদারের ডাঙ্গী গ্রামের ইসমাইল বেপারীর পুত্র আউয়াল বেপারী(৪০) এবং একই গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র নয়ন মিয়া(২২)।
-
পুলিশের একটি চৌকস টিম গতকাল শুক্রবার (২১ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুরথানাধীন
মনিকোঠা বাজারের মুরাদের চায়ের দোকানের সামনে এই অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁরা ২জন ইয়াবা বিক্রির উদ্দেশ্য বাজারে অবস্থা করছিলেন।
-
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় ২ জন ও ১জন ওয়ারেন্টির আসামি মোট ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫