আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৭:১২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৫, ২০২১, ৩:৪৫ পি.এম
নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামাল-এর জন্মদিন পালন
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়৷পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha