ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২০ জুন) সকাল ১১টার সময় উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম অনিতা মন্ডল (৪৫)। তিনি একই এলাকার সাধু চরণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে গরুর খাবারের জন্য অনিতা মন্ডল মেশিনে ঘাস কাটতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫