প্রদীপ্ত চক্রবর্তীঃ
কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লা পাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত যুবক দীর্ঘ পঁচিশ ঘন্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে । নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫ ) । তিনি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকার আব্দুল মজিদের পুত্র ।
-
তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী । পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম বলেন , গত মঙ্গলবার রাত তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লা পাড়ায় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়েন সাইফুল । এ সময় আরো কয়েকটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায় ।
-
এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে দীর্ঘ ২৫ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাত চারটায় মারা যান তিনি । নিহত সাইফুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
-
সাইফুলের পারিবারিক সূত্রে জানা গেছে , গত দশ মাস আগে বিয়ে করেন সাইফুল ।। তার স্ত্রী বর্তমানে সন্তান-সম্ভবা । এ অবস্থায় স্বামীকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন তার স্ত্রী । পুরো পরিবারে শোকের মাতম চলছে ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫