শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন সভাপতিত্ব করেন এবং কংগ্রেসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা
উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান
উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানাজ সুলতানা
উপসহকারী কৃষি কর্মকর্তা খোকন হোসেন
খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন
কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান বলেন,
“বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং কৃষি উন্নয়নের ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এ দেশের কৃষকই দেশের প্রকৃত সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে আমাদের দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এই লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।”
উক্ত অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫