সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জলাহার এলাকায় আজ সকাল ১০টা ৫ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোসাঃ মমতাজ খাতুন (৩০) নামের এক এনজিওকর্মী।
নিহত মমতাজ উপজেলার নারায়ণপুর গ্রামের মোঃ আজিজুর রহমানের মেয়ে। তিনি ওয়েভ ফাউন্ডেশন এনজিওর রামনগর, গোদাগাড়ী শাখায় কমিউনিটি মবিলাইজেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মমতাজ খাতুন ব্যক্তিগত স্কুটিতে (রেজি. নম্বর: রাজশাহী হ-১৮-৪০৮৯) নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কের জলাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা লেগুনা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান,
“ঘটনার পর লেগুনা চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা গাড়িচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।”
প্রিন্ট