রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জহিরুল ইসলাম ওরফে রাসেল অপহরণ মামলার আসামি মোঃ রানাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ মে বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় আসামি রানার হেফাজত থেকে অপহৃত এ-ওয়ান পোলার ফ্যাক্টরির শ্রমিক জহিরুল ইসলাম ওরফে রাসেল (২৪)–কে উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত রানা গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মে মঙ্গলবার সন্ধ্যায় আসামি রানাসহ অজ্ঞাত ৩/৪ জন মিলে রাসেলকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে ওই দিন রাতেই রাসেলের পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। এ ঘটনায় রাসেলের পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,
“অপহরণ মামলার প্রধান আসামি রানাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫