মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান রিমেল (৩২) প্রতিপক্ষের হাসুয়ার কোপে গুরুতর জখম হয়েছেন। ঘটনার দুই সপ্তাহ পার হলেও অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
গত ৬ জুন বিকেলে শিক্ষক রিমেল নিজ গ্রাম সাদিপুরে জমি দেখতে গেলে পূর্ব শত্রুতার জেরে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল্লাহ আল ইলিয়াস রিপন (৩৫), পিতা মৃত মহব্বত আলী—উপর্যুপরি ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে রিমেলের দুই হাতে কব্জি ও তালুতে গুরুতর ক্ষত হয়। মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়।
আহত রিমেলকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় রিমেলের পরিবার বাদী হয়ে ৯ জুন দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে (মামলা নম্বর–১৬)। তবে ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পরিবারে উৎকণ্ঠা ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রিন্ট