আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে থাকা পরিচয়বিহীন ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৮/০৬/২০২৫ ইং) দুপুরে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি পাগল হিসেবে পরিচিত ছিলেন। তিনি থাকতেন বিনোদপুর বাজারের সরকারি বিল্ডিংয়ের বারান্দায়। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১৭/০৬/২০২৫) দিবাগত রাতের কোনো এক সময়ে তিনি মারা যান।
বাজারের সাথী বস্ত্রালয়ের মালিক মোঃ সবুজ জানান, প্রায় ৮ মাস ধরে ওই ব্যক্তি বাজারে অবস্থান করছিলেন। চা ব্যবসায়ী লালন জানান, সকালে তিনি তার স্টলে এসে দেখেন লোকটি মরে পড়ে আছে। বিষয়টি বাজার কমিটির সভাপতি মামুন হোসেনকে জানান।
মামুন হোসেন জানান, বিষয়টি ইউএনও ও থানাকে অবগত করা হয়। পরে ইউএনওর প্রতিনিধি ও বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, সেখান থেকে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামকে প্রেরণ করা হবে।
বাঘা থানার ওসি এ.এফ.এম. আছাদুজ্জামান জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫