অপি মুন্সীঃ
বুধবার (১৮ জুন) বিকেলে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর মুন্সি বাড়ির সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় মোঃ দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত দবির মুন্সি শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিমকান্দি গ্রামের রুকাই মুন্সির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিজ বাড়ির পাশের মসজিদ থেকে আসরের নামাজ শেষে রাস্তার এক পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন দবির মুন্সি। এ সময় অপর প্রান্ত থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তার উপর দিয়ে উঠে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫