আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী ঘেঁষা চরাঞ্চলে গত এক সপ্তাহে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় প্রায় ৭০০ একর ফসলি জমি প্লাবিত হয়ে পড়েছে। এতে বাদাম ও তিলসহ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
উপজেলার চরঝাউকান্দা, চরহরিরামপুর, গাজীরটেক ও সদর ইউনিয়নের চরাঞ্চল ঘুরে দেখা গেছে, পাকা ও আধাপাকা ফসল পানির নিচে তলিয়ে গেছে। চরঝাউকান্দার দিয়ারা গোপালপুর ও চরকল্যাণপুর মৌজায় ৫০০ একরের বেশি জমির বাদাম ও তিল নষ্ট হয়ে গেছে। একই অবস্থা গাজীরটেক ও সদর ইউনিয়নের আরও ২০০ একর জমিতে।
-
ক্ষতিগ্রস্ত কৃষক আবেদ আলী জানান, "প্রায় ১৮ বিঘা জমিতে আবাদ করেছিলাম। এখন সব পানির নিচে। পরিবার-পরিজন মিলে কিছু বাদাম তুলছি, কিন্তু এগুলোর বাজারে তেমন দাম নেই।"
-
চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, "পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে ২ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।চরের কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়ানোর জন্য সকলকে আহবান জানান"।
-
উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫