কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য, স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বুধবার (৪ আগষ্ট) সকাল ১০টার সময় সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মান কাজের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেন্টাল অক্সিজেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা কুষ্টিয়া বিএমএ সভাপতি জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এসএম মুসতানজীদ এফসিপিএস (সার্জারী), ভেড়ামারা সেন্টাল অক্সিজেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, কমিটির সদস্য যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাধারন সম্পাদক শাহেদ আহমেদ গামা, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ রওশান আরা সিদ্দীক।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, কাউন্সিলার আসাদুজ্জামান টমা ও নজরুল ইসলাম নজু প্রমুখ ।
ভেড়ামারা সেন্টাল অক্সিজেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ সম্প্রতি ভেড়ামারায় মহামারি রুপ ধারন করেছে। এই উপজেলায় করোনা রোগের ব্যাপক সংক্রমন দেখা দেওয়ায় স্থানীয় ভাবে জরুরী ভিত্তিতে ম্যানিফুল সিষ্টিম অক্সিজেন প্লান্ট দ্রুত নির্মানের উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রশাসন। এর নির্মান ব্যয় ধরা হয়েছে আনুমানিক প্রায় ৪০ লাখ টাকা। যা স্থানীয় ভাবে যোগান দেওয়া হবে। আগামী ১মাসের মধ্যে এইকাজ সমাপ্তি করার কথা আছে।
জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ এসএম মুসতানজীদ বলেন, করোনা আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেন্টাল অক্সিজেন প্লান্টের কোন বিকল্প নেই। ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ জরুরী চিকিৎসা সেবা অক্সিজেন সাপোর্ট প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সেন্টাল অক্সিজেন প্লান্টের স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। জরুরী ভিত্তিতে এখন নির্মান করা হচ্ছে ম্যানুফুল সিস্টেম অক্সিজেন। যা একযোগে ২০জন করোনা রুগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া যাবে এবং আগামী ভবিষ্যতে লিকুইড (তরল) অক্সিজেন প্লান্টের সুবিধা লাইন ও করে রাখা হবে ।
এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি চালু হলে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন দেওয়া সম্ভব হবে। ফলে অক্সিজেনের অভাবে কোনো রোগীকের আর অন্য হাসপাতালে পাঠাতে হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha