আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে আমানুল্লাহ আমান(৩৩) নামে এক স্কুল শিক্ষক সোমবার (১৬/০৬/২৫) মারা গেছে। সে পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে মমিনপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
-
বিষয়টি নিশ্চিত করে আমানুল্লাহ আমানের সহোদর ভাই মোঃ সানাউল্লাহ জানান,তাদের ও চাচার বাড়ি পাশাপাশি। বাড়ি সংলগ্ন চাচার মুদিখানার দোকান আছে। সেই দোকানে বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল জানালা দিয়ে বিদুৎ সংযোগ নেওয়া ছিল। সোমবার সকাল আনুমানিক ১০ টায় বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিল জানালায় হাত লেগে বিদ্যুৎ স্পশে জ্ঞান হারিয়ে ফেলে আমানুল্লাহ আমান।
-
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে অজান্তে, সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার গ্রিল জানালার সাথে বিদুৎ এর কানেকশন হয়ে ছিল। সানাউল্লাহ জানান,স্ত্রী সহ দেড় বছরের এক ছেলে রয়েছে।
-
স্কুলটির প্রধান শিক্ষক ডিএম শওকত জামান রাজা জানান, ২০২৩ সালের ২৪ জানুয়ারি তার বিদ্যালয়ে যোগদান করেন।
-
বাঘা থানার পরিদর্শক (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫