ইসমাইল হোসেন বাবুঃ
টাকা আত্মসাতের অভিযোগে ছেলেকে না পেয়ে এক বৃদ্ধ ভ্যানচালক বাবাকে ২৬ ঘণ্টার বেশি সময় থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে।
ঘটনাটি কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ড গ্রামে। রোববার সন্ধ্যায় ওই গ্রামের বাজার থেকে ফজলু প্রামাণিক (৫৬) নামের বৃদ্ধ ভ্যানচালককে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) তুষার।
আজ সোমবার রাত ১০টা পর্যন্ত থানা হেফাজতেই ছিলেন তিনি।
বৃদ্ধ ফজলুর স্ত্রী তাসলিমা খাতুন জানান, মালয়েশিয়াপ্রবাসী আব্দুল গাফফার টোকনের মালিকানাধীন ‘নূর এন্টারপ্রাইজ’ নামের একটি হুন্ডি প্রতিষ্ঠানে তাঁদের ছেলে সজল প্রামাণিক ম্যানেজার হিসেবে কাজ করতেন।
সম্প্রতি বকেয়া বেতন চাইলে প্রথমে সজলের বিরুদ্ধে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন প্রবাসী টোকন। এ নিয়ে টোকনের বাবা ইসলাম সরদার থানায় দুই মাস আগে সজলের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার পর থানা-পুলিশ সজলের ওপর চাপ দিতে থাকে। একপর্যায়ে সজল আত্মগোপনে চলে গেলে রোববার সন্ধ্যায় পুলিশ ফজলু প্রামাণিককে জোরপূর্বক থানায় নিয়ে আসে এবং গারদে আটকে রাখে।
রাত ৯টা ৫৭ মিনিটে ফজলুর ভাই আশরাফ প্রামাণিক বলেন, ‘আমরা এখন থানা চত্বরে বসে আছি। শরীফ নামের একজন স্থানীয় ব্যক্তি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।’
এসআই তুষার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বৃদ্ধ ফজলুর বিরুদ্ধেও গোপন অভিযোগ রয়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক রাখা হয়েছে।’
এদিকে অভিযোগকারী ইসলাম সরদার কথা বলতে রাজি হননি।
রাত সাড়ে ৯টায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ‘সজলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সে পলাতক। যাচাই-বাছাইয়ের জন্য তাঁর বাবাকে আনা হয়েছে।’
ছেলেকে না পেয়ে ২৪ ঘণ্টার বেশি একজন বৃদ্ধ বাবাকে আটক রাখা আইনসিদ্ধ কি না জানতে চাইলে ওসি বলেন, ‘রাত ৯টার দিকে আনা হয়েছে। যাচাই-বাছাই করে সত্যতা পেলে মামলা হবে, না হলে ছেড়ে দেওয়া হবে।’
পরে তিনি আবার জানান, ‘কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে।’
প্রিন্ট