আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩৪ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৭, ২০২০, ৬:৩৭ পি.এম
নড়াইলের মাকড়াইলে নদী ভাঙ্গন প্রতিরাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজলার মাকড়াইল গ্রামে মধুমতি নদীর ভাঙ্গন প্রতিরাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাকড়াইল গ্রামের এ কে ফজলুল হক, কাজী মাশারফ হাসান মিটু, মুজিবার রহমান খান, জানাহারা বেগম, পলি সুলতানাসহ অনেকে।
ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে মধুমতি নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গনের কারণে এই জনপদের শত শত বসতবাড়ি, ভিটামাটি, গাছপালা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে গত দুই বছর ধরে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।
এতে মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের মুখে রয়েছে। ভাঙ্গন প্রতিরাধে গত বছর কিছু কাজ হলেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম। বর্তমানও ভাঙ্গন অব্যাহত রয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন প্রতিরাধে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha