মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযানে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
-
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । গতকাল রবিবার বিকাল আনুমানিক২.৪৫ মিনিটের দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে
অস্থায়ী চেকপোস্ট করাকালে দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব১৫- ০৯৪৫ তল্লাশী করে মালামাল রাখার বক্সের ভেতরে ট্যাগ নং- ২০৫৮৮৫ যুক্ত নেভী ব্লু-রঙের একটি লাগেজ হতে আনুমানিক ৩,১২,০০০/- (তিন লক্ষ বারো হাজার) টাকা মূল্যমানের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
-
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রাবেয়া বেগম (৩৭), স্বামী- মানিক মিয়া, সাং- মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। জাহেনারা বেগম (৬০), স্বামী- মৃত মানিক মিয়া, সাং- দেউষ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
-
অপর একটি অভিযানে বেলা আনুমানিক ৪.১০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,১২,৫০০/- (চার লক্ষ বারো হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
-
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো: জামাল উদ্দিন (৪৩), পিতা- মো: নুরুল আমিন, সাং- জয়কৃষ্ণপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী ও ২। মো: সোহেল শেখ (৩২),পিতা- মো: সামসেল শেখ, সাং- ডাঙ্গী বাঙ্গালকান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
-
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
-
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫