রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলির ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুন হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনেরা। রবিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করেন।
এ সময় নিহতের বড়ভাই আওলাদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১০ জুন উপজেলার ভূলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে ছাড়িয়ে নিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানের নির্দেশে ছাত্রদলের বহিষ্কৃত নেতা জাহিদুল ইসলাম বাবুসহ ১৭/১৮ জন মিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ভাই মামুন হোসেন গুলিবিদ্ধ হয়। পরে মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। এ ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ মামলা তুলে নিতে তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
অন্যদিকে নিহত মামুনের স্ত্রী ইমা আক্তার হত্যাকারীদের শাস্তি দাবি করে জানান, “আমার স্বামী কোন রাজনীতির সাথে জড়িত না। সে মুদি দোকান ব্যবসায়ী। রাজনীতির সাথে জড়িত না থাকার পরেও তাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমার দুটি কন্যা সন্তান রয়েছে, আজ তারা বাবা হারা। এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। হত্যাকান্ডে জড়িত কোন আসামি এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমি স্বামী হত্যার বিচার চাই। বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ করছি—এই হত্যার ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫