সাজেদুর রহমানঃ
যশোরের শার্শা উপজেলার কণ্যাদহ গ্রামে আইয়ুব হোসেন (৪২) নামে এক বন্দর শ্রমিকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতেন।
সোমবার (১৫ জুন-২৫) বেলা ১১টার সময় তিনি কণ্যাদহ গ্রামের মাঠে গরু নিয়ে ঘাস খাওয়াতে গেলে বজ্রপাতে নিহত হন।
নিহত আইয়ুব হোসেন শার্শা থানার উলাশী ইউনিয়নের কণ্যাদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই।
স্থানীয়রা জানান, তিনি কয়েক মাস যাবত বেনাপোল স্থলবন্দরে ক্রেন সাইডে শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)’র সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, সদালাপী ও মিষ্টভাষী আইয়ুব হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫