অপি মুন্সীঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় বাসের ধাক্কায় রফিক উদ্দিন মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক বরিশাল জেলার উজিরপুর উপজেলার সিরাজ উদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন।
জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় দক্ষিণাঞ্চলগামী লেনে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কের পাশের রেলিংয়ে আঘাত লাগে।
এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের নাম তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫