ফরিদপুরের সালথায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য অফিস।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।
প্রস্তুতিমুলক সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৭আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হবে। ১৮ বছর থেকে তার উর্দ্ধে যে কোন বয়সের মানুষ এনআইডি কার্ড সঙ্গে নিয়ে টিকা গ্রহন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫